বর্তমানে কাপড়ের ডিজাইন, ট্রেন্ডিংকে ফলো করতেছে, আর ট্রেন্ডের অনেক কিছু বেকডেটেড, কুরুচিপূর্ণ। যদি কাপড়ের রুচির দুর্ভিক্ষ এরকম চলমান থাকে তাহলে ব্যাপারটা খুব বেশি সুখকর নয়। কাপড়ের কোয়ালিটির দিকে দেখলে বুঝেন কিনা জানি না, কোয়ালিটি গত দুই বছরের চাইতে দ্বিগুণ খারাপ হয়েছে এভারেজ, আবার দামও বৃদ্ধি পেয়েছে। একটা ছালার বস্তার ফেব্রিকও আজকাল শোরুমে বিক্রি হয়। এখন মানুষ সস্তা বুঝে। আগামী কয়েকবছর পর এ দেশের মানুষের গায়ে কেমন রুচির পোশাক দেখতে পাবেন, তা কল্পনা করতে পারেন!